জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে নিয়োগ!

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রকল্প মেয়াদকালীন (অক্টোবর ২০১৫ খ্রিঃ হতে জুন ২০২০ খ্রি: পর্যন্ত) সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

০১. হিসাব রক্ষক
যোগ্যতা: বি.কম (অনার্স)/হিসাব শিক্ষায় বিবিএস(অনার্স)/সমমানের ডিগ্রী। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ০২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

০২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing, Data Entry এবং Typing এ বাংলায় ও ইংরেজীতে সর্বনিম্ন ২০ শব্দ প্রতি মিনিটে টাইপের গতি থাকতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সরকারি রেজিস্টার্ড ডাকযোগে প্রকল্প পরিচালক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী শক্তিশালীকরণ প্রকল্পে, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি, গাজীপুর-১৭০১ বরাবর আগামী ২৭/০৪/২০১৭ খ্রিঃ (বৃহস্পতিবার) তারিখ ৫.০০ ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে।

আবেদন ফরমটি www.nata.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।