চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৪ নভেম্বর

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯  শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর শনিবার  সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৩৮ জন শিক্ষার্থী। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ১ম  সেমিস্টারে ভর্তির জন্য এবার নয় হাজার ৩৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ফিশারিজ- এই তিন অনুষদে মোট ২৪৫ জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান বলেন, ‘ভর্তি পরীক্ষা একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাহাড়তলী কলেজ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওমরগনি এমইএস কলেজ, ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা ও ইংরেজি বিষয়ে এক ঘণ্টার লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল একই দিন (২৪ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা মূল ক্যাম্পাস ছাড়াও নগরের বিভিন্ন ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কেন্দ্রের আসন বিন্যাসের মধ্যে আছে,

কেন্দ্র-০১ : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-রোল নং- ১০০০১ হতে ১১৭৬৭ পর্যন্ত। কেন্দ্র-০২: পাহাড়তলী কলেজ, ওয়ার্লেস, রোল নং- ১১৭৬৮ হতে ১২৮৩৭ পর্যন্ত। কেন্দ্র-০৩: পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রোল নং-১২৮৩৮ হতে ১৪১২৯ পর্যন্ত। কেন্দ্র-০৪: ওমরগনি এমইএস কলেজ, রোল নং-১৪১৩০ হতে ১৫৭৮৮ পর্যন্ত। কেন্দ্র-০৫: ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, রোল নং- ১৫৭৮৯ হতে ১৭০৮৪ পর্যন্ত। কেন্দ্র- ৬: চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, রোল নং- ১৭০৮৫ হতে ১৮৭৩৪ পর্যন্ত। কেন্দ্র-০৭: প্রিমিয়ার ইউনিভার্সিটি, দামপাড়া ক্যাম্পাস, রোল নং-  ১৮৭৩৫ হতে ১৯৩৩৩ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.cvasu.ac.bd) এবং বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে পাওয়া যাবে।