গণিত (২০১৫-০৫-০২)

১.  সুদ = (সুদের হার × আসল × সময়) / ১০০
২.  সময় = (১০০ × সুদ) / আসল × সুদের হার)
৩.  সুদের হার = (১০০ × সুদ) /(আসল × সময়)
৪.  আসল = (১০০ × সুদ) / (সময় × সুদের হার)
১) শতকরা বার্ষিক ৪ টাকা হার সুদে ৮৫০ টাকায় ৫ বছরের সুদ কত?
সমাধান, সুদ = (সুদের হার × আসল × সময়) / ১০০ =(৪×৮৫০×৫)/১০০ টাকা =১৭০ টাকা
২) শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকায় সুদ ৮৭.৫০ টাকা হবে ?
সমাধান, সময় = (১০০ × সুদ) / (আসল × সুদের হার)
=(১০০ × ৮৭.৫০)/(১৭৫ × ৫) বছর
=৮৭৫০/৮৭৫ বছর
=১০ বছর
৩) শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকায় ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে ?
সমাধান, সুদের হার = (১০০ × সুদ) /(আসল × সময়)
=(১০০ × ১০৫)/(৭০০ × ৫) টাকা
=১০৫০০/৩৫০০ টাকা
=৩ টাকা বা, ৩%
৪) শতকরা বার্ষিক ২.৫ টাকা হার সুদে কত টাকায় ১০ বছরের সুদ ২০০ টাকা হবে ?
সমাধান, আসল = (১০০ × সুদ) / (সময় × সুদের হার)
=(১০০ × ২০০)/(১০ × ২.৫) টাকা
=২০০০০/২৫ টাকা
=৮০০ টাকা