গণিত (২০১৪-১২-০৫)

০১. একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
উত্তরঃ ২৪ সে. মি.
০২. একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
উত্তরঃ ৪৫০ টাকা
০৩. ৪ জন পুরুষ বা ৬ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, ৩ জন পুরুষ ও ৩ জন বালক একত্রে ঐ কাজ কত দিনে করতে পারবে?
উত্তরঃ ১৬
০৪. একটি তালগাছের পাদবিন্দু হতে 19 মিটার দূরবর্তী স্থান থেকে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45° হলে গাছটির উচ্চতা কত?
উত্তরঃ 19 m
০৫. কোন পরীক্ষার কেন্দ্রে ৬০% পরীক্ষার্থী পাস করলো। যদি ৫০ জন ছাত্র বেশি পাশ করতো তবে পাসের হার ৬৪% হত। পরীক্ষার্থীর সংখ্যা কত?
উত্তরঃ ১২৫০ জন
০৬. ১২ থেকে ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য ?
উত্তরঃ ২২টি
০৭. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, এতে শতকরা কত লাভ হবে?
উত্তরঃ ২০%
০৮. It is impossible for a family, without-
উত্তরঃ members
০৯. Cinema : Entertainment :: Bus : ?
উত্তরঃ Communication
১০. বিহার : ভ্রমণ : : উত্তাল : ?
উত্তরঃ উন্মক্ত