কোরিয়ার কেএআইএসটিতে মাস্টার্স ও পিএইচডি করতে বৃত্তি!

North_Korea-Pyongyang-Grand_People's_Study_House-01

কোরিয়া এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (কেএআইএসটি) গ্লোবাল আইটি টেকনোলজী প্রোগাম এ বৃত্তি সহ মাস্টার্স ও পিএইচডি গবেষণার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল।

কোরিয়া এডভান্সড ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজী (কেএআইএসটি) কোরিয়ার প্রথম সারির উচ্চ বিদ্যাপীঠ গুলোর মধ্যে অন্যতম। তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা কার‌্যক্রমের জন্য প্রতিষ্ঠানটির সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। বর্তমানে পুরো বিশ্বজুড়েই প্রতিষ্ঠানটি ব্যাপক ভাবে সমাদৃত।

যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি
শিক্ষা জীবনের কোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকা চলবে না।
সরকারী চাকুরিজীবি ও শিক্ষকরা অগ্রাধিকার পাবে
ইংরেজীতে দক্ষতার জন্য আইএলটিএস এ কমপক্ষে ৬.৫ ও টোফেল এ ৮৩ স্কোর থাকতে হবে ।

বৃত্তির সংখ্যা:
মাস্টার্স অধ্যয়নের জন্য ১৬ জন শিক্ষার্থী এ স্কলারশীপ পাবে। আর পিএইচডি গবেষণার সুযোগ পাবে পাঁচ জন শিক্ষার্থী।

বৃত্তির বর্ণনা:
– দুই বছরের মাস্টার্স ও ৩ বছরের পিএইচডি গবেষণা চলাকালীন সময়ের সকল প্রকার টিউশন ফি সম্পূর্ণ ফ্রি
– কোরিয়া যাওয়ার জন্য রাউন্ড ট্রিপ ইকোনমী ক্লাস টিকেট
– বসবাসের সকল খরচ কর্তৃপক্ষ বহন করবে ।
– শিক্ষার্থীকে প্রতিমাসে পনের লক্ষ কোরিয়ান ওন দেয়া হবে ।
– মেডিকেল ও যাতায়াতের সকল খরচ।

আবেদন পদ্ধতি:
এ বৃত্তির আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক । আগ্রহী শিক্ষার্থীকে কেএআইএসটি’র ওয়েবসাইট http://admission.kaist.ac.kr এ গিয়ে আবেদন করতে হবে । তবে আবেদন পত্র সাবমিট করার সময় ‘গ্লোবাল ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন টেকনোলজী প্রোগ্রাম’ উল্লেখ করতে হবে ।