কেউই পাস করেনি ৩৫ কলেজে

আজ প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল। এতে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুই-ই কমেছে। ফল বিপর্যয়ের কারণে বেড়েছে শূন্য পাস করা কলেজের সংখ্যা।

exam result

শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া তথ্য অনুযায়ী, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি। গতবার এ সংখ্যা ছিলো ২৪টি। সে হিসেবে এ বছর শূন্য পাস করা প্রতিষ্ঠান বেড়েছে ১১টি।

২০১৫ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮ হাজার ২৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 শূন্য পাস করা ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ যশোর বোর্ডে ১৩টি। এছাড়া ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ৫টি করে, মাদরাসা বোর্ডে ২টি প্রতিষ্ঠান রয়েছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও কারিগরি বোর্ডে শূন্য পাস করা কোনো প্রতিষ্ঠান নেই।

পঞ্চাশ শতাংশের নীচে পাস করা শিক্ষার্থী সর্বোচ্চ ঢাকা বোর্ডে ৩০৫টি। এছাড়া রাজশাহী ৩৭, কুমিল্লা ১০৩, যশোর ২৭৯, চট্টগ্রাম ৫৮, বরিশাল ৫০, সিলেট ২২, দিনাজপুর ৮৮, মাদরাসা ৬৪ ও কারিগরি বোর্ডে ৫৩টি।