কুয়েটে ১০০৫ আসনে পরীক্ষার্থী ১২,৭১৭

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএস-সি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর শুক্রবার সকাল ৯:৩০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ সাতটি প্রতিষ্ঠানে একসাথে অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৪টি বিভাগে মোট ১০০৫ টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭১৭ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ১২,৭৬৮ টি আবেদনের মধ্যে বৈধ ১২,৭১৭ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাচ্ছে।

ভর্তি পরীক্ষা কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮৩০৯), নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮৩১০-১৯০৫৯), এইচএসটিটিআই (১৯০৬০-১৯৩৫৯), গভ. ল্যাবরেটরী হাই স্কুল (১৯৩৬০-২০০১৫), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (২০০১৬-২০৬৮০), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, গার্লস (২০৬৮১-২১০৪৫) ও নগরীর বয়রাস্থ খুলনা সরকরি মহিলা কলেজে (২১০৪৬-২২৭১৭) অনুষ্ঠিত হবে।

কুয়েটে আর্কিটেকচার, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও এনার্জি সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগে স্নাতক কোর্স চালু হওয়ায় গত বছরের তুলনায় এবছর ১৩০ জন বেশী শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল(সিই) বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল(তওই) বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল(এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং(আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং(এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং(টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং(ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট(বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ই্িঞ্জনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ১০০৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী কুয়েট এর ওয়েবসাইটে www.kuet.ac.bd পাওয়া যাবে।

ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এজন্য তিঁনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।