কালো ব্যাজ পরে ক্লাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা!

পে-স্কেলের বৈষম্য নিরসনের দাবিতে কালো ব্যাজ পরে ক্লাস নিচ্ছেন ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত দেশের সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালিত করা হবে।

97469_7 UC-Fai

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদ ভবনে মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ৩ ঘণ্টার বৈঠকে এই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ সময় ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বলা হয়, শিক্ষকদের দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেয়া না হলে ১১ জানুয়ারি থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, এ সময় কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এমনকি সান্ধ্যকালীন কোর্স পর্যন্ত বন্ধ থাকবে।

তবে এর আগে ৭ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হবে।