কম্পিউটার (2014-12-24)

01. এনালগ ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
(ক) সুপার কম্পিউটার     (খ) হাইব্রিড কম্পিউটার   (গ) মাইক্রো কম্পিউটার   (ঘ) মিনি কম্পিউটার
সঠিক উত্তরঃ হাইব্রিড কম্পিউটার
02. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জল যে রেখা ফুটে উঠে তা কিসের তৈরি ?
(ক) এল.ই.ডি.     (খ) আই.সি.        (গ) এল.সি.ডি.    (ঘ) সিলিকন চিপ
সঠিক উত্তরঃ এল.সি.ডি.
03. নিচের কোন উপাদান ব্যর্থতার ঝুঁকি সর্বোচ্চ ?
(ক) Hard disk   (খ) Compact Disk        (গ) Magnetic Disk        (ঘ)RAM
সঠিক উত্তরঃ RAM
04. ওয়েব পেজ ব্যবহার করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয় ?
(ক) MS word                (খ) Acrobat                              (গ) Mozilla firefox                   (ঘ) Power Point
              সঠিক উত্তরঃ Mozilla firefox
05. কম্পিউটারে বাংলা ফ্রন্টের উদ্ভাবক কে ?
(ক) মোস্তাফা জব্বার        (খ) জন অ্যাটাশ ফস         (গ) আবুল হোসেন            (ঘ) হাওয়ার্ড এইকেন
সঠিক উত্তরঃ মাস্তাফা জব্বার
06. Which one is not a picture file extension?
(ক) gps                         (খ) gif                                      (গ) jpeg                                    (ঘ) bmp
সঠিক উত্তরঃ gps
07. ইউনিকোডের দৈর্ঘ্য-
(ক) 4 bits         (খ) 8 bits          (গ) 16 bits        (ঘ) 32 bits
সঠিক উত্তরঃ 32 bits
08. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
(ক) ইন্টারকম     (খ) ইন্টারনেট     (গ) ই-মেইল        (ঘ) ইন্টারভিড
সঠিক উত্তরঃ ইন্টারনেট
09. VOIP বলতে বোঝায়-
(ক)Voice Over Internet Protodcol
(খ)Voice Over Internet Publication
(গ)Voice Over International Pressure
(ঘ)Voice Over Internal Press
সঠিক উত্তরঃ Voice Over Internet Protodcol
10. 3G এর প্রযুক্তি সুবিধা নিচের কোনটি ?
(ক) দ্রুত সংযোগ স্থাপন ব্যবহারকীদ্বয়ের মধ্যে
(খ) লাইভ ছবি দেকা ফোনের কথা বলার সময়
(গ) Mp3, Mp4, Camera সুবিধা
(ঘ) মোবাইলে বই পড়া ও গেমস খেলা
     সঠিক উত্তরঃ লাইভ ছবি দেকা ফোনের কথা বলার সময়