কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২০১৪-১২-৩১)

০১. নিচের কোনটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন ধারাবাহিক নির্দেশনাবলি ?
(ক) Auditing
(খ) Outlining
(গ) Macro
(ঘ) Status Bar
উত্তরঃ Macro
০২. কম্পিউটার ব্যবহার করে গাণিতিক কার্যাবলি সম্পাদন করে?
(ক) Analog digit
(খ) Digital digit
(গ) Binary digit
(ঘ) Numerical digit
উত্তরঃ Binary digit
০৩. কোন প্রোগ্রামের ভুল বের করাকে কী বলে?
(ক) Debugging
(খ) Validation
(গ) Desk Checking
(ঘ) Verification
উত্তরঃ Debugging
০৪. ISP বলতে কী বুঝায় ?
(ক) Internet Service Provider
(খ) Information Service Provider
(গ) International Service Programme
(ঘ) Industrial Service Programme
উত্তরঃ Internet Service Provider
০৫. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-
(ক) বিল গেটস
(খ) টিম বার্নাস লি
(গ) এ্যণ্ডি গ্রোভ
(ঘ) মার্ক জুকারবার্গ
উত্তরঃ মার্ক জুকারবার্গ
০৬. মোবাইল প্রযুক্তিতে সাধারণত কী ধরনের পোলারাইজেসন ব্যবহৃত হয়?
(ক) Vertical
(খ) Horizontal
(গ) Circular
(ঘ) None
উত্তরঃ Vertical
০৭. মোবাইল ফোনের উদ্ভাবক হিসাবে মর্যাদপ্রাপ্ত নিচের কোন দুই জন?
(ক) ড. মার্টিন ও জন ফ্রান্সিস সিচেল
(খ) ড. ডেভিড হুইস ও জন নেপোলিস
(গ) হ্যারিস এম জনসন ও ট্রুভেলীনা
(ঘ) জেমস স্কট ও ফিলিপ কোস্তা
উত্তরঃ ড. মার্টিন ও জন ফ্রান্সিস সিচেল
০৮. Country Code Tope Level Domains এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
(ক) CCTLD
(খ) CCUD
(গ) CCTLD
(ঘ) None of these
উত্তরঃ CCTLD
০৯. সরকারি প্রতিষ্ঠানের gTLD নিচের কোনটি?
(ক) .gov
(খ) .govt
(গ) gov.
(ঘ) govt.
উত্তরঃ .gov
১০. wi-fi এর স্ট্যান্ডার্ড হলো-
(ক) IEEE 802.11
(খ) IEEE802.16
(গ) IEEE802.15
(ঘ) IEEE802.01
উত্তরঃ IEEE 802.11