কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২০১৪-১২-১০)

*** প্রথম ডিজিটাল কম্পিউটারের আবিষ্কারক কে?
উত্তরঃ Haward Likin
*** সফটওয়্যারে একটি সেলে এর নাম এবং এর ক্রমিক নং ২০ হলে নিচের কোনটি উক্ত সেলে না বা র্ঠিকানা নির্দেশ করে?
উত্তরঃ G20
*** ‘BAK’ extension refers usually to what kind of file?
উত্তরঃ Backup file
*** মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়-
উত্তরঃ অবজেক্ট প্রোগ্রাম
*** কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
উত্তরঃ মডেম
*** গ্রামীনফোন কোম্পানীর মাদার প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ টেলেনর
*** বর্তমানে ইন্টারনেটে প্রটোকলের কোন ভার্সন চালু আছে?
উত্তরঃ IPV4
*** ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডেন্টিটি নম্বর থাকে তাকে বলা হয়-
উত্তরঃ IP