কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবিরা পাবে বৃত্তি

Jatiya-Kabi-Kazi-Nazrul-Islam-University-BMময়নসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের এখন থেকে বৃত্তি দেয়া হবে।

ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে কবি নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট স্নাতক সম্পন্ন মেধাবী শিক্ষার্থীদেরে মাঝে এ বৃত্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০০৮-০৯ শিক্ষাবর্ষের মেধা তালিকায় প্রথম স্থান দখল করা সাত শিক্ষার্থীদের জন প্রতি ১৩ হাজার টাকা করে ‘ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ’ বৃত্তি দেয়া হবে।

বৃত্তি প্রাপ্তের তালিকায় যেসব বিভাগ রয়েছে- বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ, সংগীত বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, অর্থনীতি বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ।

বৃত্তিগুলো হচ্ছে- কলা অনুষদ-প্রমীলা বৃত্তি, ব্যবসায় প্রশাসন অনুষদ-বুলবুল বৃত্তি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ-কাজী সব্যসাচী বৃত্তি, সামাজিক বিজ্ঞান অনুষদ-কাজী অনিরুদ্ধ বৃত্তি।