এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপানের স্কলারশীপ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও জাপান স্কলারশীপ প্রোগ্রাম (জেএসপি) যৌথভাবে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের থেকে পোস্টগ্রাজুয়েট তথা মাস্টার্স অধ্যয়নের জন্য আবেদন পত্র আহবান করেছে। প্রতিবছর এডিবি প্রায় তিনশত ছাত্র-ছাত্রীকে উচ্চ শিক্ষা অর্জনের জন্য স্কলারশীপ দিয়ে থাকে ।

জাপান

বিষয়:  এডিবি-জেএসপির অধীনে যে বিষয়গুলোতে  অধ্যয়নের জন্য বৃত্তি দেয়া হবে সেগুলো হল।

  • ইকোনমিক্স
  • ম্যানেজমেন্ট
  • হেলথ
  • এজুকেশন
  • এগ্রিকালচার
  • সায়েন্স এন্ড টেকনোলজী
  • এবং উন্নয়ন সম্পর্কিত অন্যান্য বিষয়

কোর্স লেভেল: মাস্টার্স।

বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান: জাপান সরকার

বৃত্তির ভেন্যু: এশিয়ার যে কোন দেশ।

যোগ্যতা:

  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেয় এমন দেশের নাগরিক হতে হবে।
  • আগে নিত কিন্ত বর্তমানে ঋণ নেয় না এমন দেশের নাগরিক হওয়া চলবে না।
  • ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে ।
  • স্নাতক সম্পন্ন হওয়ার পর কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে ।
  • ইংরেজীতে মৌখিক ও লিখিত উভয় মাধ্যমে দক্ষ হতে হবে ।
  • আবেদন করার সময় ৩৫ বছরের বেশী বয়স হওয়া চলবে না।
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ।
  • এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে সম্পৃক্ত এমন কোন ব্যক্তি বা তার স্বজন আবেদন করতে পারবে না ।
  • আবেদনকারীকে অবশ্যই দেশের জন্মসূত্রে নাগরিক হতে হবে ।

স্কলারশীপের বর্ণনা:

জাপান সরকারের অর্থায়নে ১৯৮৮ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান সরকার যৌথভাবে এ বৃত্তি ব্যবস্থার প্রবর্তন করে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা যেন তাদের নিজেদের দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হয় সে উদ্দেশ্যেই এডিপি-জেএসপি স্কলারশীপের প্রবর্তন করা হয়্।

যে যে প্রতিষ্ঠানে স্কলারশীপ দেওয়া হবে:

  • ক্রফোর্ড স্কুল অব ইকোনমিক্স এন্ড গভর্ণমেন্ট
  • অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব মেলবোর্ণ
  • ইউনিভার্সিটি অব হংকং, চায়না
  • ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, নয়াদিল্লী, ভারত
  • হিতোসুবাসি ইউনিভার্সিটি
  • স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পাবলিক পলিসি, টোকিও, জাপান
  • ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান
  • কিও ইউনিভার্সিটি
  • কোবে ইউনিভার্সিটি, জাপান
  • কিউশু ইউনিভার্সিটি, জাপান
  • নাগোয়া ইউনিভার্সিটি, জাপান
  • সুকুবা বিশ্ববিদ্যালয়, জাপান
  • টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি
  • দ্য ইউনিভার্সিটি অব টোকিও
  • ইউনিভার্সিটি অব অকল্যান্ড,নিউজিল্যান্ড
  • লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স
  • ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সটিটিউট, ফিলিপাইন
  • ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর
  • এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজী, ব্যাংকক

বৃত্তির সংখ্যা: এ ‍স্কলারশীপের অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মোট ৩০০ শিক্ষার্থী মাস্টার্স করার সুযোগ পাবে ।

বৃত্তির মেয়াদ: একবছর।

সুযোগ-সুবিধা সমূহ:

  • সকল প্রকারের টিউশন ফি সম্পূর্ণ ফ্রি
  • বসবাসের যাবতীয় সকল খরচ
  • সম্পূর্ণ ফ্রি মেডিকেল সুবিধা
  • ভ্রমণ ব্যয়

নির্বাচন পদ্ধতি:

  • একাডেমিক ফলাফলকে গুরুত্ব দেয়া হবে।
  • দুই বছরের কম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে নির্বাচিত করা হবে না ।
  • মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • যারা ইতিমধ্যেই বাইরের কোন দেশ থেকে বৃত্তি পেয়েছে এমন শিক্ষার্থীরা অযোগ্য বলে বিবেচিত হবে ।
  • জাতীয়তার ভিন্নতা গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি:

এডিবির ওয়েবসাইটে http://goo.gl/FISDtP আবেদনপত্র পাওয়া যাবে । শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে ।