এক কথায় প্রকাশ (2014-12-14)

যার শুভক্ষণে জন্ম = ক্ষণজন্মা।
দেবতার তুল্য = দেবোপম।
চোখের কোণ = অপাঙ্গ।
অন্তর্গম অপ যার = অন্তরীপ।
অবজ্ঞায় নাক উচু করেন যিনি = উন্নাসিক।
মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন = উপাবৃত্ত।
অন্তরে জল আছে এমন যে নদী = অন্ত:সলিলা।
পদ্মের ন্যায় অক্ষি যার = পুন্তরীকাক্ষ।
যা নিজের দ্বারা অর্জিত – স্বোপার্জিত।
অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান = পিঁজরাপোল।
যে দিন তিন তিথির মিলন ঘটে = ত্র্যহস্পর্শ।
অন্যের অপেক্ষা করতে হয় না যাকে = অনপেক্ষ।
রাত্রীকালীন যুদ্ধ = সৌপ্তিক।
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
হরিণের চর্ম = অজিন।
পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব = রজত জয়ন্তী।
পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব = সুবর্ণ জয়ন্তী।
নিন্দা করার ইচ্ছা = জুগপ্সা।
রমনের ইচ্ছা = রিরংসা।
উদক পানের ইচ্ছা = উদন্যা।
ক্ষমা করার ইচ্ছা = চিক্ষমিষা।
হাতির শাবক = করভ।