এক কথায় প্রকাশ (২০১৪-০৯-৩০)

০১. বসতি করা হয় যেখানে- বাস্তু
০২. বাস্তু হতে উৎখাত যারা- উদ্বাস্তু
০৩. বুকে হেঁটে গমন করে যে- উরগ
০৪. বপন করা হয়েছে যা- উপ্ত
০৫. বিদ্যার প্রয়োগে নিপুণ যে- এলেমবাজ
০৬. বেড়ে ওঠা যার স্বভাব- বাড়ন্ত
০৭. বহুকাল যাবৎ চলে আসছে যা- চিরন্তন
০৮. ভবিষ্যতে কি হবে দেখে যে- পরিণামদর্শী
০৯. বলা হয়েছে যা- উক্ত
১০. বৃদ্ধি পাওয়া যার অভ্যাস- বর্ধিষ্ণু