ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু আগামী ২৩ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর শুরু হবে। ২৩ নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। মোবাইলে এসএমএসের মাধ্যমে ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে এবং ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র গ্রহণ করা যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.sau.edu.bd/-এ বিস্তারিত জানা যাবে। এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১,৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। পরীক্ষার ফল প্রকাশিত হবে ২ ডিসেম্বরের মধ্যে। ক্লাস শুরু হবে ২৬ জানুয়ারি।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তির আবেদন প্রক্রিয়া ১ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।

ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে দিনে বা রাতে যে কোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে হবে। ফরম পূরণের সময় প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি আপলোড করতে হবে। তিনটি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদে ৭৫। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। বিস্তারিত তথ্য : http://www.sau.edu.bd/