ইতিহাস- সম্রাট অশোক (২০১৪-১১-০৯)

০১. বিন্দুসারের মৃত্যুর পর কে ক্ষমতার আরোহণ করেন?
উত্তরঃ তাঁর পুত্র অশোক।
০২. কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধধর্মের প্রসার ঘটে?
উত্তরঃ সম্রাট অশোকের।
০৩. সম্রাট অশোকের রাজত্বকাল ছিল কত বছর?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩-২৩২ অব্দ পর্যন্ত।
০৪. কোন যুদ্ধের ভয়াবহতা দেখে অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ কালিঙ্গ যুদ্ধ।
০৫. অশোক ক্ষমতা গ্রহণ করেন কবে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৭৩ অব্দে।
০৬. কলিঙ্গ যুদ্ধ হয় কখন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২৬০ মতান্তরে ২৬১ অব্দে।
০৭. শাসনকার্য পরিচালনার সুবিধার্থে তিনি সম্রা্যেকে কয় ভাগে বিভক্ত করেন?
উত্তরঃ পাঁচ ভাগে
০৮. মৌর্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উত্তরঃ বৃহদ্রথ মৌর্য।
০৯. অশোক তাঁর পুত্র ও কন্যাকে কোথায় এবং কেন পাঠান ?
উত্তরঃ সিংহলে ধর্ম প্রচারের জন্যে।
১০. তিব্বতের রাজার অনুরোধে বৌদ্ধধর্মকে দুর্নীতিমুক্ত করার জন্য সেখানে কোন বাঙালি যান?
উত্তরঃ অতীশ দীপঙ্কর।