ইংরেজি না পাড়লে ব্রিটেন ছাড়তে হবে

The-city-school-uaeইংরেজি না জানা মুসলিম মায়েদের যুক্তরাজ্য থেকে বের করে দেয়া হবে। আড়াই বছর যুক্তরাজ্যে অবস্থান করছেন-এমন মায়েদের ইংরেজি ভাষায় দক্ষতার ওপর পরীক্ষা নেয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হতে পারবেন না, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার বিষয়টি নিশ্চিত করে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

অভিবাসনের দম্পতি আইনে যারা যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে ক্যামেরন বলেন, ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষায় যারা ফেল করবেন, তাদের ‘নবাগত’ আইনে থাকতে হবে এবং পরে তাদের নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে।

এই আইন অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে বলে জানান ক্যামেরন। যদি আইন কার্যকর হয়, তবে অনেক পরিবার ভেঙে যাবে। কোনো মা’কে সন্তান ও স্বামী ছেড়ে চলে যেতে হবে।