আজ থেকে শুরু হচ্ছে রাজধানীর সরকারী স্কুল গুলোর ভর্তির আবেদন

ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ আজ মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শুরু হচ্ছে। চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কেবল অনলাইনে (www.dshe.gsa.edu.bd) আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না।

Glhs06

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ভর্তিসংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে ১৪টি স্কুলে। তবে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে।

৩২টি বিদ্যালয়কে তিনটি ভাগ করে যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর এসব পরীক্ষা নেওয়া হবে। আর নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। কোনো শিক্ষার্থী একই তিনটি ভাগের কেবল একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। তবে কেউ ইচ্ছা করলে তিনটি ভাগের তিনটি বিদ্যালয়েও আবেদন করতে পারবে