আইটিইই পরীক্ষায় বাংলাদেশের ৪৫০ পরীক্ষার্থী

আইটিপেক’র অনুমোদনের পর প্রথমবারের মতো ইনফরমেশন টেকনোলজী ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনে (আইটিইই) অংশ নিচ্ছে বাংলাদেশ।

আজ রোববার এশিয়ার ১২ টি দেশের সঙ্গে মিলে একযোগে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচে এবারের আইটিইইতে অংশ নিবে প্রায় ৪৫০জন বাংলাদেশী।

উল্লেখ্য, এর আগে গত এক বছরে পরীক্ষামূলকভাবে দুইটি আইটিইইতে অংশ নিয়ে বড় ধরনের সাফল্য অর্জন করে বাংলাদেশ, যার প্রেক্ষিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশকে আইটিপেকের সদস্যপদ প্রদান করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় ‘বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটেক)’-এর মাধ্যমে দেশে জাপান সরকারের সহায়তায় তথ্য প্রযুক্তি পেশাজীবিদের দক্ষতা পরিমাপক আইটিইই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়।

প্রসঙ্গত, এশিয়ার ১২টি দেশে মিলিতভাবে এই পদ্ধতি চালু আছে। আইটিইই জাপানে আইটি প্রফেশনালদের মান নিয়ন্ত্রক জাতীয় পরীক্ষা পদ্ধতি হিসেবে পরিচিত এবং বছরে ৫ থেকে ৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকে।

 

 

 

 

 

 

প্রিয়.কম এর সৌজন্যে