অস্ট্রেলিয়ায় স্কলারশীপের সুযোগ

education

অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কলারশীপসহ অনার্স ও মাস্টার্স পড়ার জন্য বিদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করেছে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে । আবেদন করার শেষ তারিখ ১২ ডিসেম্বর, ২০১৫।

বৃত্তির বিষয়:

বিশ্ববিদ্যালয়টি হেলথ সায়েন্স, বিজনেস এডমিনিস্ট্রেশন, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও হিউম্যানিটিজ অনুষদের অধিভুক্ত বিষয়গুলোতেই শুধু স্কলারশীপ প্রদান করবে ।

বৃত্তি প্রদানকারী: কার্টিন ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া।

যোগ্যতা:

  • প্রার্থীকে অস্ট্রেলিয়া ও এর আশপাশের কোন দেশের নাগরিক হওয়া চলবে না।
  • শিক্ষাজীবনের সকল ক্ষেত্রে প্রথম বিভাগ থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোন পর‌্যায়ে অস্বাভাবিক বিরতি গ্রহণযোগ্য নয়।
  • এছাড়া অনার্স ও মাস্টার্স এর জন্য প্রয়োজনীয় সকল যোগ্যতা।

বৃত্তির সংখ্যা: অনির্দিষ্ট।

বৃ্ত্তির বর্ণনা:

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর প্রথম বর্ষের টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে ।

আবেদন প্রক্রিয়া:

এ বৃত্তির জন্য উক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত এজেন্ট এর মাধ্যমে আবেদন করতে হবে। এজেন্ট এর ঠিকানা ও বৃত্তি সংক্রান্ত আরো তথ্যের জন্য নিচের লিংক ব্রাউজ করুন – http://international.curtin.edu.au/apply/agents/search/