অস্কার ২০১৬ : ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস

তারিখ: ফেব্রুয়ারি ২৮, ২০১৬
স্থান: ডলবি থিয়েটার
হলিউড, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
আয়োজক: রিস রক
প্রযোজক: ডেভিড হিল, রিগন্যাল্ড হুডলিন


 
সেরা চলচ্চিত্র: স্পটলাইট
সেরা অভিনেতা: লিওনার্দো ডি ক্যাপ্রিও ( দ্য রেভনেন্ট)
সেরা অভিনেত্রী: ব্রি লার্সন (রুম)
সেরা পরিচালক: আলেহান্দ্রো গনজালেস ইনারিতু (দ্য রেভনেন্ট)
পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা: মার্ক রায়লেন্স (ব্রিজ অফ স্পাইস)
পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গালর্)
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: ‘সন অফ সল’ (হাঙ্গেরি)
সেরা তথ্যচিত্র: ‘এমি’
সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘আ গালর্ ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস’
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘ইনসাইড আউট’
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘বিয়ার স্টোরি’
সেরা মৌলিক চিত্রনাট্য: জশ সিঙ্গার ও টম ম্যাকার্থি (দ্য বিগ শর্ট)
সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: চালর্স র্যানডল্ফ ও অ্যাডাম ম্যাককে (স্পটলাইট)
সেরা মৌলিক সংগীত: এনিও মরিকনি (দ্য হেইটফুল এইট)
সেরা মৌলিক গান: “রাইটিংস অন দ্য ওয়াল”, জিমি নেপস ও স্যাম স্মিথ (স্পেক্টার)