অতিরিক্ত ৮ হাজার ৯১৯ জন শিক্ষক নিয়োগ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দুর্বল শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতে অতিরিক্ত ৮ হাজার ৯১৯ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। আজ সোমবার সংসদে সরকারি দলের মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের কৌশল হিসেবে মাধ্যমিক ও উচ্চ বিভাগ শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এন্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়প)’ এর আওতায় সারাদেশে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ৭০ হাজার ২৫২টি অতিরিক্ত ক্লাস নেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে প্রকল্পটির আওতায় ৪ হাজার ৮শ’জন অতিরিক্ত শিক্ষক কর্মরত রয়েছেন।

নাহিদ বলেন, এছাড়া, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে বহুবিধ কার্যক্রমের অংশ হিসেবে ২০১১ সালের ১৪ জুন থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ইংরেজি, গণিত, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম সপ্তাহে তিনদিন সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়েছে। বাসস।

সূত্র: দৈনিক ইত্তেফাক