সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পাঁচ সরকারি ব্যাংকে মোট ৭৬৭ অফিসার (ক্যাশ) নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস হতে হবে। প্রার্থীকে এসএসসি এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ বা শ্রেণি কোনও পর্যায়েই গ্রহণযোগ্য হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা ২০১৮ সালের পহেলা এপ্রিল পর্যন্ত ৩০ বছর; তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর। আবেদনের শেষ তারিখ আগামী ৫ আগস্ট।
সূত্রঃ সমকাল