বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
পদসমূহঃ জুনিয়র ইন্সট্রাক্টর (ইলেট্রিক্যাল), জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার অপারেট), জুনিয়র ইন্সট্রাক্টর (কম্পিউটার মেইনটেন্যান্স), জুনিয়র ইন্সট্রাক্টর (মেরিন ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল (বিভিন্ন মেরিন ইঞ্জিনসমূহ, গ্যাস টারবাইন, টিম টারবাইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান), জুনিয়র ইন্সিট্রাক্টর (ড্রইং), জুনিয়র ইন্সট্রাক্টর (পদার্থবিদ্যা), সহকারি লিডিংম্যান (১xপেইন্টার, ১xলেগার), হাইলী স্কীল্ড মিস্ত্রী সহ আরও বিভিন্ন পদে সমূহ।
আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র আগামী ০৮ জুন ২০১৭ তারিখের মধ্যে পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুনঃ