উচ্চপদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ১৬ জন, বৈজ্ঞানিক সহকারী পদে ১৭ জন এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর পদে ২ নিয়োগ দেয়া হবে।
বৈজ্ঞানিক কর্মকর্তা
বৈজ্ঞানিক কর্মকর্তার বিভিন্ন পদে মোট ১৬জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেওয়া হবে ৪০ হাজার টাকা।
বৈজ্ঞানিক সহকারী
বৈজ্ঞানিক সহকারী এবং টেকনিশিয়ান পদে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ন্যূনতম এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। পদটিতে বেতন দেয়া হবে ২০ হাজার টাকা।
অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর
এই পদে দুজনকে নিয়োগ দেয়া হবে। বয়স ১৮ থেকে ৩০ বছর এবং বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ২৮ হাজার টাকা।
উল্লিখিত পদগুলোতে ১৭ জানুয়ারি, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন