২০১৪ সালের অনার্স ১ম বর্ষ(বিশেষ) পরীক্ষার অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরন শুরু ৩১ মে

২০১৪ সালের অনার্স ১ম বর্ষ(বিশেষ) পরীক্ষার অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরমপূরন শুরু ৩১ মে.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ(বিশেষ) পরীক্ষা অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আপনাদের on-line আবেদন ফরমপূরন আগামী ৩১/০৫/১৫ তারিখ থেকে শুরু হয়ে ২৯/০৬/২০১৫ তারিখ পর্যন্ত চলবে।২৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয় নিশ্চিত করা হয়।

তবে আপনাদের এই বিশেষ পরীক্ষা ঠিক কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিছু এখনো জানা যায়নি।

৩১ মে থেকে শিক্ষার্থীরা অনলাইনে নিজেই ফরম পূরণ করে নির্ধারিত ফি সহ কলেজে জমা দিতে পারবেন। এ পরীক্ষায় পাস করতে না পারলে আর মান উন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। ফলে অনার্স কোর্স বাতিল হয়ে যাবে।

ক্লিক করুন

Honours-1st-year-improve-notice

Honours-1st-year-improve-notice-page-2

Honours-1st-year-improve-notice-page-3