২০১৩ সালের সম্মান চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের সম্মান চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ।

NU

প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।

আজ বিকাল পাঁচটার পর যেকোনো মোবাইল থেকে SMS এর মাধ্যমে ফল পাওয়া যাবে। ফল পেতে মোবাইলের Message অপশনে গিয়ে nu<space> h4<space> Roll লিখে 16222 নম্বরে Send করে ফল জানা যাবে।

এছাড়াও রাত আটটার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের আওতায় নির্ধারিত তিন মাসের আগেই এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথম গ্রেডিং পদ্ধতিতে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে।

বুধবার বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।