কুমিল্লা বোর্ডের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১৪ সালের ১৫০০ জেএসসি শিক্ষার্থীর সনদপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা। এ ঘটনাটি প্রকাশ হওয়ার পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা।
এ ঘটনায় রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।