১৫০০ শিক্ষার্থীর সনদপত্র খুঁজে পাচ্ছে না শিক্ষা বোর্ড!

কুমিল্লা বোর্ডের রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২০১৪ সালের ১৫০০ জেএসসি শিক্ষার্থীর সনদপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

certificateeee-large20141108121700

বুধবার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা। এ ঘটনাটি প্রকাশ হওয়ার পর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা।

এ ঘটনায় রায়পুর, রামগঞ্জ ও হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন কেন্দ্র সচিব ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।