১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় নিয়ে বিভ্রান্তি!

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন। প্রথম আলো পত্রিকা ২৮ এপ্রিল একটি সংবাদ (লিংক) প্রকাশ করে যে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ৭ মের পরিবর্তে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মের পরিবর্তে ১৩ মে বিকেল চারটা হতে পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।school teachers recruitment

কিন্তু  NTRCA এর ওয়েবসাইট (ntrca.gov.bd) দেখা যায় যে সেখানে সময় পরিবর্তনের কোন প্রকার নোটিশ তারা প্রকাশ করেননি। বরং পূর্বের সময়ই রাখা আছে।

এতে করে সবাই একটা বিভ্রান্তি এবং বড় ধরনের সমস্যায় পড়েছেন। আসলে কোনটা সঠিক?

বিস্তারিত তথ্যের জন্য +880-2-8653041, +880-2-8612810 এই নাম্বারগুলোতে ফোন করে জানতে পারেন অথবা [email protected] ইমেইল করতে পারেন। 

 

 

শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট