হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলতি বছর হচ্ছে না

শিক্ষক নিবন্ধন১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলতি বছর হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী বছরের মার্চ নাগাদ পরীক্ষা নেওয়ার লক্ষ্যে নানাবিধ প্রস্তুতি চলছে বলে নিবন্ধন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। ১২তম পরীক্ষার ফল প্রকাশ হলেও মেধা তালিকা প্রকাশ হয়নি।

জানা যায়, ১২তম’র লিখিত পরীক্ষা চলাকালে নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আজহার হোসেন যুক্তরাষ্ট্র সফরে ছিলেন। শত শত পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। গত রোববার থেকে তিনি সাভারে প্রশিক্ষণ নেওয়ার জন্য গেছেন, ফিরবেন ২২ ডিসেম্বর।

শিক্ষক নিয়োগে পরিচালনা পরিষদের ক্ষমতা খর্ব করা হয়েছে। শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। এরই মধ্যে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিধানও চালু হয়েছে।

নতুন পদ্ধতিতে পরীক্ষার দিনক্ষণ জানতে প্রতিদিন শত শত ইমেইল আসছে দৈনিকশিক্ষাডটকমে। টেলিফোন করেও জানতে চান ১৩তম পরীক্ষার তারিখ।

নিবন্ধন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা দৈনিকশিক্ষাডটকমকে বলেন, প্রতিদিনই দৈনিকশিক্ষার প্রতিবেদনের নীচে পাঠকের দেওয়া মতামত খুঁটিয়ে পাঠ করা হয়। বিশদ আলোচনা হয়। নিবন্ধন কর্তৃপক্ষ অবগত রয়েছেন যে, লাখ লাখ চাকুরী প্রার্থী তাকিয়ে রয়েছেন কবে পরবর্তী নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্র: দৈনিকশিক্ষা