১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সাবধান !
অনিয়মের কারণে ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার রাজধানীর মিরপুরে ইএটিএল অ্যাপস বুট ক্যাম্পে মন্ত্রী এ তথ্য জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই। কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা ১২টি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ধরে রাখতে পারবো না, সেগুলো বন্ধ হবেই। কিন্তু হাইকোর্টের অর্ডারের কারণে আমরা এখনো তা পারছি না।

নাহিদ বলেন, আমাদের দেশে ৩০টি পাবলিক এবং ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো কোনোটি শিক্ষার চেয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত। তাদের বারবার বলেও পরিবর্তন করানো যায়নি।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তীচ্ছুদের সর্তক হওয়ার আহ্বান জানায়।