এমপিওভুক্ত ছয়জন শিক্ষকের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়ায় এমপিও স্থগিত ও মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও একশ যোল জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারির শিক্ষা সনদ সন্দেহযুক্ত হওয়ায় তা যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের এমপিও কর্মকর্তারা দৈনিকশিক্ষাকে জানান, বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার তিনশ আটচল্লিশ জন শিক্ষাক-কর্মচারির জন্ম তারিখ এমপিওশিটে ভুল ছিল মর্মে তারা ভুল সংশোধনের আবেদন করেছেন। বয়স সংশোধনের জন্য গঠিত কমিটির সদস্যরা আবেদনকরীদের এসএসসি ও দালিখ সনদগুলো যাচাই করেন এর মধ্যে দুইশ ছাব্বিশটি সনদ সঠিক পাওয়া যায়। এগুলোকে মে মাসের এমপিওতে সংশোধন করার সিদ্ধান্ত হয়।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৯ মে’র এমপিও সভায় সিদ্ধান্ত হয় যে, সনদ অষ্পষ্ট, কিছুর মূল সনদ চাওয়া আবার আলিমের কিছু সনদে জন্ম তারিখ উল্লেখ থাকায় ১১৬টি সনদ যাচাই করার জন্য অধিকতর তথ্য দরকার । এছাড়াও ৬টি সনদ সঠিক পাওয়া যায় নি। এদেরকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।
সূত্র জানায়, ১১৬টির মধ্যে অধিকাংশই ভুয়া প্রমাণিত হতে পারে।
সূত্র: দৈনিক শিক্ষা