গ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (নিরীক্ষক) পদের নিয়োগ পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে(https://erecruitment.bb.org.bd) এই পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাচ্ছে। প্রার্থীদের ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ঢাকার দুই সিটি করপোরেশনের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ৩০ মিনিট আগে পরীক্ষার হলে ঢোকার নির্দেশনা দিয়েছে। পরীক্ষার্থীদের কোনোক্রমেই পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢুকতে দেয়া হবে না। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে নির্দেশনা রয়েছে।