হোটেল দ্য কক্সটুডেতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হোটেলে সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, সেটি উল্লেখ করা হয় নি। পদটিতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং
যোগ্যতা
বিবিএ/এমবিএ/স্নাতক/মাস্টার্স ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে হোটেল ম্যানেজমেন্ট থেকে উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত হবে। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় নিয়োগ দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে জাগোজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আগামী ৫ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।