অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কলারশীপসহ গ্রাজুয়েট তথা অনার্স পড়ার জন্য বিদেশী শিক্ষার্থীদের থেকে আবেদনপত্র আহবান করেছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রায় ৬০ জন শিক্ষার্থী কে অনার্স পড়ার জন্য স্কলারশীপ দেবে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ের যাবতীয় খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে ।আবেদন করার শেষ তারিখ ৮ জানুয়ারী।
বৃত্তির বিষয়:
- চাইনিজ স্টাডিজ
- কম্পউটার সায়েন্স
- দর্শন
- আফ্রিকান স্টাডিজ
- জুলোজি
- সোস্যাল সায়েন্স
- সাসটেইনেবল আরবান ডেভেলপমেন্ট
- এমবিএ
- এমএসসি
- এক্সপেরিমেন্টাল সাইকোলজি
- হেলথ সায়েন্স
- সোস্যাল পলিসি এন্ড ইন্টারভেনশন
- মেডিকেল সায়েন্স
- ইতিহাস
- অরিয়েন্টাল স্টাডিজ
বৃত্তি প্রদানকারী: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
বৃত্তির সংখ্যা: ৬০।
আবেদন করার যোগ্যতা:
- অনার্স কোর্সে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে ।
- ইংরেজী ভাষায় দক্ষতা থাকতে হবে।
- শিক্ষাজীবনের কোন পর্যায়ে দ্বিতীয় বিভাগ অযোগ্যতা বলে বিবেচিত হবে।
- শারিরীক ভাবে সুস্থ হতে হবে ।
- যুক্তরাজ্যে গিয়ে পড়ালেখা করার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে ।
বৃত্তির বর্ণণা: বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীর যাবতীয় ব্যয় স্কলারশীপ প্রদানকারী কর্তৃপক্ষ বহন করবে ।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের লিংক ব্রাউজ করুন-
http://www.ox.ac.uk/admissions/graduate/fees-and-funding/graduate-scholarships