সাড়ে সাত লাখ টাকা ফেলোশিপ দেবে জাপান

Scholarship-Lead-Final

এনভায়রনমেন্ট, ইন্টারকালচারাল ডায়ালগ, পিসফুল কনফ্লিক্ট রিসলিউশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিস বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে গবেষণা ফেলোশিপ দেবে জাপান সরকার। অর্থায়নে ইউনেস্কো জাপান ইয়ং রিসার্চার্স ফেলোশিপ প্রোগ্রাম। এম এ, এমএসসি বা সমমানের ডিগ্রিধারী, অনূর্ধ্ব ৪০ বছরের স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা আবেদন করতে পারবেন।  ৩ থেকে ৯ মাস মেয়াদি গবেষণার জন্য প্রায় সাড়ে চার লাখ থেকে সাড়ে সাত লাখ টাকা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৮ জানুয়ারি ২০১৫।
আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে  http://www.unesco.org/new/en/fellowships/programmes/unescokeizo-obuchi-japan-young-researchers-fellowships-programme-unescokeizo-obuchi-research-fellowships-programme  এই ওয়েবসাইটে।

সঠিকভাবে পূরণকৃত ফরম, প্রয়োজনীয় সব কাগজপত্রের ইলেকট্রনিক কপি এবং ৩ সেট হার্ডকপিসহ জমা দিতে হবে এই ঠিকানায়-
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, ১ সোনারগাঁও রোড, পলাশী-নীলক্ষেত, ঢাকা।