০১. সঠিক ও পুষ্টিযুক্ত কোন ধরনের খাবার চোখের জন্য খুবই দরকার?
i. ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ খাবার
ii. ফ্যাটি এসিড যুক্ত খাবার
iii. গাঢ়সবুজ শাক সবজি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i, ii ও iii
০২. ইথিলিন গ্যাসকে ১০০০-১২০০ বায়ুমন্ডলীয় চাপে কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যায়?
(ক) ১০০℃
(খ) ২০০℃
(গ) ৩০০ ℃
(ঘ) ৪০০℃
উত্তরঃ ২০০℃
০৩. জিনিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে বলে-
(ক) স্পিনিং
(খ) টুইস্টিং
(গ) কটন লিন্ট
(ঘ) হেলকিং
উত্তরঃ কটন লিন্
০৪. উদ্ভিদ লেরুলোজ ও প্রাণিজ পদার্থ থেকে প্রস্তুত করা হয় কোনটি?
(ক) রেশম
(খ) পশম
(গ) রেয়ন
(ঘ) নাইলন
উত্তরঃ রেয়ন
০৫. বোলতা ও বিচ্ছুর হুলে থাকে-
(ক) হিস্টামিন
(খ) এসিটিক এসিড
(গ) মেলিটিন
(ঘ) ফরমিক এসিড
উত্তরঃ হিস্টামিন
০৬. এসিডিটি কমাতে সাহায্য করে-
i. পেঁপে
ii. তরমুজ
iii. পেঁয়াজ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও ii
০৭. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৭ ও ০৮ নং প্রশ্নগুলোর উত্তর দাও।
NaHCO3 Na+ + H+ + CO32-
উদ্দীপকে প্রদত্ত বিক্রিয়াটির বিক্রিয়ক কোন ধরনের ?
(ক) এসিড
(খ) ক্ষার
(গ) লবণ
(ঘ) নিরপেক্ষ
উত্তরঃ এসিড
০৮. NaHCO3 এর পরিচিত কী নামে?
i. বেকিং সোডা
ii. খাবার সোডা
iii. সোডিয়াম কার্বনেট
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও ii
০৯. কোন ধরনের মাটিতে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে?
(ক) পিটি মাটিতে
(খ) কড়ি মাটিতে
(গ) বালু মাটিতে
(ঘ) পলি মাটিতে
উত্তরঃ পিটি মাটিতে
১০. কোনটি অধাতব খনিজ পদার্থ?
(ক) তামা
(খ) লোহা
(গ) কোয়ার্টজ
(ঘ) রূপা
উত্তরঃ কোয়ার্টজ