০১. মধুপুর ও ভাওয়াল অঞ্চলের টিলার ফাঁকে ফাঁকে অবস্থিত নিচু ভূমিকে কি বলে?
(ক) ডেবা
(খ) বাইদ
(গ) নালা
(ঘ) জোল
উত্তরঃ বাইদ
০২. মধুপুর ও ভাওয়ালের অঞ্চলে ফলজ বৃক্ষের মধ্যে কোনটি প্রধান?
(ক) আম
(খ) কমলা
(গ) কাঁঠাল
(ঘ) কলা
উত্তরঃ কাঁঠাল
০৩. চকোরিয়া সুন্দবরন কোন নদীর মোহনায় অবস্থিত?
(ক) বলেশ্বর
(খ) রায়মঙ্গল
(গ) মাতামুহুরী
(ঘ) নাফ
উত্তরঃ মাতামুহুরী
০৪. গাছপালার বৈশিষ্ট্য এবং অন্যান্য বিষয় নিয়ে তাত্ত্বিক আলোচনা এবং গবেষণা করা হয় কোন বিজ্ঞানে?
(ক) উদ্ভিদবিজ্ঞান
(খ) প্রাণিবিজ্ঞান
(গ) বন
(ঘ) বিজ্ঞান
উত্তরঃ উদ্ভিদবিজ্ঞান
০৫. ‘ডিম্বাণু থেকে সকল জীবনের সূত্রপাত।’ –এ উক্তি কার?
(ক) উইলিয়াম হার্ভে
(খ) ডারউইন
(গ) মোন্ডেল
(ঘ) লিউয়েন হুক
উত্তরঃ উইলিয়াম হার্ভে
০৬. উদ্ভিদের যে সব অঙ্গে সূর্যালোক পৌঁছায় না সে সব অঙ্গের কোষে কোনটি থাকে?
(ক) ক্রোমাটোপ্লাস্ট
(খ) ক্রোমোপ্লাস্ট
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) লেউকোপ্লাস্ট
উত্তরঃ লেউকোপ্লাস্ট
০৭. রাডারে যে তাড়িত চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী?
(ক) গামা রশ্মি
(খ) অবলোহিত বিকিরণ
(গ) মাইক্রোওয়েভ
(ঘ) আলোক তরঙ্গ
উত্তরঃ মাইক্রোওয়েভ
০৮. তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটির আপেক্ষিক রোধ কমতে থাকে?
(ক) পরিবাহক
(খ) অর্ধপরিবাহক
(গ) অন্তরক
(ঘ) পরিবাহক ও অন্তরক অর্ধপরিবাহক
উত্তরঃ অর্ধপরিবাহক
০৯. তাপমাত্রা বাড়লে অর্ধ-পরিবাহীর আপেক্ষিক রোধের ক্ষেত্রের কোনটি সঠিক?
(ক) রোধ বাড়ে
(খ) রোধ কমে
(গ) পরিবাহকত্ব বাড়ে
(ঘ) পরিবাহকত্ব কমে
উত্তরঃ রোধ কমে
১০. কোনটি রঙিন টেলিভিশন ক্যামেরায় মৌলিক রং?
(ক) কালো
(খ) নীল
(গ) লাল
(ঘ) বেগুনি
উত্তরঃ লাল