০১. রক্তশূ ন্যতা হয় যখন-
(ক) RCB বৃদ্ধি পায়
(খ) WBC বৃদ্ধি পায়
(গ) RBC হ্রাস পায়
(ঘ) অনুচক্রিকা বৃদ্ধি পায়
উত্তরঃ RBC হ্রাস পায়
০২. কোনটি রক্তের গ্রুপের অ্যান্টিজেন নেই?
(ক) A
(খ) B
(গ) AB
(ঘ) O
উত্তরঃ O
০৩. কোনটি দই তৈরিতে সাহায্য করে?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) শৈবাল
উত্তরঃ ব্যাকটেরিয়া
০৪. প্রতিদিন কি পরিমাণ আঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত?
(ক) ১৫-২০ গ্রাম
(খ) ২০-২৫ গ্রাম
(গ) ২০-৩০ গ্রাম
(ঘ) ১০-২০ গ্রাম
উত্তরঃ ২০-৩০ গ্রাম
০৫. কোনটি স্বাভাবিক ডায়াস্টোলিক রক্তচাপ?
(ক) ৭০
(খ) ৯০
(গ) ১০০
(ঘ) ১৪০
উত্তরঃ ৯০
০৬. রক্তরসের শতকরা কতভাগ পানি?
(ক) ৯০
(খ) ৯১
(গ) ৯২
(ঘ) ৯৩
উত্তরঃ ৯০
০৭. কে প্রথম ফসিল আবিষ্কার করেন?
(ক) অ্যারিস্টটল
(খ) জেনোফেন
(গ) হার্বাট স্পেনসার
(ঘ) ল্যামার্ক
উত্তরঃ জেনোফেন
০৮. প্রতি গ্রাম শর্করা জারণে কত শক্তি উৎপন্ন হয়?
(ক) ৩.১ কিলোক্যালরি
(খ) ৪.১ কিলোক্যালরি
(গ) ৫.১ কিলোক্যালরি
(ঘ) ৬.১ কিলোক্যালরি
উত্তরঃ ৪.১ কিলোক্যালরি
০৯. দেহে থায়ামিনের চরম অভাব হলে কোন রোগের লক্ষণ প্রকাশ পায়?
(ক) বেরিবেরি
(খ) পেলেগ্রা
(গ) অ্যানিমিয়া
(ঘ) স্কার্ভি
উত্তরঃ বেরিবেরি
১০. জাংক ফুড হচ্ছে-
i. মুখরোচক স্বাদের
ii. প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ থাকে
iii. স্বাস্থ্যকর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তরঃ i ও ii