০১. কোনটি গ্রীন হাউজ গ্যাসের উৎস?
(ক) রেডিও
(খ) টেলিভিশন
(গ) হিমায়ক যন্ত্র
(ঘ) কম্পিউটার
উত্তরঃ হিমায়ক যন্ত্র
০২. বলের একক কী?
(ক) কেজি/মি.
(খ) মি/সেকেন্ড
(গ) ওহম
(ঘ) নিউটন
উত্তরঃ নিউটন
০৩. কোনটি স্পর্শ বল?
(ক) মহাকর্ষ বল
(খ) ঘর্ষণ বল
(গ) চুম্বক বল
(ঘ) নিউক্লিয়ার বল
উত্তরঃ ঘর্ষণ বল
০৪. কোনটি বিটাক্ষয়ের জন্য দায়ী ?
(ক) মহাকর্ষ বল
(খ) তাড়িত চৌম্বক বল
(গ) সবল নিউক্লিয় বল
(ঘ) দূর্বল নিউক্লিয় বল
উত্তরঃ দূর্বল নিউক্লিয় বল
০৫. এক নিউনিট = ……. জুল।
(ক) ৩৬০০
(খ) ৩৬০০০
(গ) ৩৬০০০০০
(ঘ) ৩৬০০০০০
উত্তরঃ ৩৬০০০০০
০৬. মাইক্রোফোনে কোন ধরনের শক্তির রূপান্তর ঘটে?
(ক) শব্দ → তড়িৎ
(খ) তড়িৎ → শব্দ
(গ) শব্দ → চুম্বক
(ঘ) চুম্বক → শব্দ
উত্তরঃ শব্দ → তড়িৎ
০৭. কোনটি আউটপুট ডিভাইস?
(ক) কী-বোর্ড
(খ) মাউস
(গ) স্ক্যানার
(ঘ) মনিটর
উত্তরঃ মনিটর
০৮. বস্তুর জড়তা বাড়ে যদি-
(ক) ভর বাড়ে
(খ) ভর কমে
(গ) ক্ষমতা বাড়ে
(ঘ) ওজন কমে
উত্তরঃ ভর বাড়ে
০৯. দুর্বল নিউক্লিও বল তড়িৎ চৌম্বক বলের তুলনায় কতগুণ দুর্বল?
(ক) ১০১০ গুণ
(খ) ১০১১ গুণ
(গ) ১০১২ গুণ
(ঘ) ১০১৩ গুণ
উত্তরঃ ১০১০ গুণ
১০. টেলিভিশন কত সালে আবিষ্কৃত হয়?
(ক) ১৯২৬
(খ) ১৯২৮
(গ) ১৯৪০
(ঘ) ১৯৪৩
উত্তরঃ ১৯২৬