০১. নিত্য ব্যবহার্য বহু অ্যারোসলের কৌটায় এখন লেখা থাকে ‘CFC’ বিহীন। ‘CFC’ গ্যাস কেন ক্ষতিকারক?
উত্তরঃ ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি করে
০২. যে স্তর নষ্ট হওয়ার কারণে সূর্য থেকে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশের সুযোগ পায় তা হচ্ছে-
উত্তরঃ ওজোন স্তর
০৩. বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
উত্তরঃ ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদের গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে
০৪. পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে?
উত্তরঃ শব্দ দূষণ
০৫. পানিতে ভাসমান জীবদের কি বলে?
উত্তরঃ শেওলা
০৬. যে সকল উদ্ভিদে ক্লোরোফিল নেই তাদের দেখতে-
উত্তরঃ অসবুজ
০৭. নগ্নবীজি উদ্ভিদের নেই কোনটি?
উত্তরঃ গর্ভাশয়
০৮. পরিবহন টিস্যু আছে কোনটির?
উত্তরঃ ফার্ন
০৯. উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হাতে লেখলে-
উত্তরঃ নামের নিচের দাগ দিতে হবে
১০. জড় পরিবেশ মৃত এবং জীবের সংস্পর্শে জীবিত কোনটি?
উত্তরঃ ভাইরাস