০১. গ্রিনহাউস ইফেক্টের পরিণতির বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
০২. সংকর ধাতু পিতলের উপাদান?
উত্তরঃ তামা ও দস্তা
০৩. ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
উত্তরঃ এডিস
০৪. প্রথম টেস্টটিউব বেবিক্রয় কবে ভুমিষ্ঠ হয়?
উত্তরঃ ৩০ মে
০৫. যে বায়ু সর্বদাই উচ্চতাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো-
উত্তরঃ নিয়ত বায়ু
০৬. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ ক্যাসলিয়াম কার্বনেট
০৭. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
উত্তরঃ সিলিকন চিপ
০৮. শব্দের তীব্রতা নির্ণয়ক যন্ত্র-
উত্তরঃ অডিও মিটার
০৯. ঘন পাতাবিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয়, কারণ গাছ হতে-
উত্তরঃ অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়
১০. কোনটি বেশি স্থিতিস্থাপক?
উত্তরঃ ইস্পাত