০১. কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
উঃ ভিটামিন কে
০২. AIDS রোগে-
উঃ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়
০৩. ভাইরাস একটি-
উঃ অকোষী জীব
০৪. কাঁদুনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন এসিডের বিক্রিয়ায়?
উঃ গাঢ় হাইড্রোক্লোরিক এসিড
০৫. ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান-
উঃ শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
০৬. চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয়-
উঃ সেরিব্রাম
০৭. ম্যালিক এসিড-
উঃ টমেটোতে পাওয়া যায়
০৮. পলিথিন পোড়ালে এর উপকরণ পলিথিনাইল ক্লোরাইড পুড়ে উৎপন্ন হয়-
উঃ কার্বন ডাইঅক্সাইড
০৯. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে Big one’ বলতে কি বুঝায়?
উঃ চূড়ান্ত ভূমিকম্প
১০. ডায়নোসরদের বংশ নিধন হবার পেছনে সম্ভাব্য মতবাদ কি?
উঃ বরফযুগ বা দীর্ঘকাল হিমায়িতকরণ