১. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় ?
ক. ১০ জানুয়ারি
খ. ১৭ মে
গ. ১২ জুন
ঘ. ৭ মার্চ
২. কোন দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকার মিল আছে ?
ক. হংকং
খ. জাপান
গ. থাইল্যান্ড
ঘ. মায়ানমার
৩. মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি ?
ক. তাজিকিস্তান
খ. কিরগিজস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
৪. কোনটি রাজধানী শহর নয়?
ক. উলানবাটোর
খ. আবুজা
গ. বৈরুত
ঘ. লিয়ন
৫. ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?
ক. ফিলিপাইনে
খ. জার্মানিতে
গ. সিঙ্গাপুরে
ঘ. জাপানে
৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
ক. কায়রো
খ. বাগদাদ
গ. জেরিকো
ঘ. এথেন্স
৭. পুত্রজায়া হলো_
ক. মালির রাজধানী
খ. মালদ্বীপের রাজধানী
গ. মালাউইর রাজধানী
ঘ. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী
৮. কোন দেশ ও তার রাজধানীর নাম একই?
ক. লেবানন
খ. সিঙ্গাপুর
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
৯. শব্দের গতি ঘণ্টায় কত মাইল?
ক. ৭৫৭ মাইল
খ. ১১৫৭ মাইল
গ. ২০৫৭ মাইল
ঘ. ৩৮৫৭ মাইল
১০. আলোর চেয়ে শব্দের গতিবেগ কেমন?
ক. কম
খ. বেশি
গ. সমান
ঘ. বিভিন্ন সময় বিভিন্ন রকম
১১. প্রতিধ্বনি _
ক. সব সময়ই মূল শব্দের চেয়ে জোরালো হয়
খ. উৎস থেকে উৎপন্ন দ্বিতীয় পর্যায়ের অগ্রসরমান শব্দ তরঙ্গ
গ. দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দ তরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
ঘ. সব সময় মূল শব্দ যেদিকে ভ্রমণ করে সেদিকে সঞ্চারিত হয়।
১২. কত জন সংসদ সদস্যের উপস্থিতিতে কোরাম হয়-
ক. ৬০
খ. ১০০
গ. ১৮০
ঘ. ২১২