হোম পরীক্ষা চাকুরী উচ্চশিক্ষা

সাধারণ জ্ঞান (২০১৫-০৭-১৩)

১. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
২. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
ক. ৭ই মার্চ, ১৯৭৩
খ. ৫ই মার্চ, ১৯৭৩
গ. ৬ই এপ্রিল, ১৯৭৩
ঘ. ১১ই এপ্রিল, ১৯৭৩
৩. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক. ৪৬.৫ মিঃ
খ. ৪৬ মিঃ
গ. ৪৫.৫ মিঃ
ঘ. ৪৫ মিঃ
৪. NASA-এর সদর দফতর কোথায়?
ক. ফ্লোরিডা
খ. হিউস্টন
গ. ওয়াশিংটন ডিসি
ঘ. টেক্সাস
৫. বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
ক. পোল্যান্ড
খ. জার্মানি
গ. কাজাখস্তান
ঘ. সেস্নাভাকিয়া
৬. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক. সনোরা লাইন
খ. ম্যাকনামারা লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. হিন্ডারবার্গ লাইন
৭. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯৫
খ. ১৯৯৬
গ. ১৯৯৮
ঘ. ২০০১
৮. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
ক. বিএ সিদ্দিকী
খ. খাজা ওয়াসিউদ্দিন
গ. হুমায়ুন রশীদ চৌধুরী
ঘ. শমসের মবিন চৌধুরী
৯. মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০
খ. ২০১৫
গ. ২০২০
ঘ. ২০২৫
১০. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. নিঙ্ন
ঘ. রিগ্যান

উত্তর : ১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. গ ৬. ক ৭. গ ৮. গ ৯. খ ১০. খ