০১. জাতীয় সংসদে বর্তমানে নির্বাচিত নারী সংসদ কতজন?
ক. ৫০ জন
খ. ২৫ জন
গ. ১৯ জন
ঘ. ২০ জন
০২. স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
ক. ৭ ডিসেম্বর ১৯৭১
খ. ৩ মার্চ ১৯৭২
গ. ৭ মার্চ ১৯৭৩
ঘ. ৭ ডিসেম্বর ১৯৭৪
০৩. বাংলাদেশের সংবিধানে লিপিকার কে?
ক. ড. কামাল হোসেন
খ. আবদুর রউফ
গ. জয়নুল আবেদিন
ঘ. বেগম রাজিয়া বানু
০৪. জাতীয় সংসদের কাস্টিং ভোট কী?
ক. রাষ্ট্রপতির ভোট
খ. প্রধানমন্ত্রীর ভোট
গ. মন্ত্রীদের ভোট
ঘ. স্পিকারের ভোট
০৫. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে?
ক. ৪ নভেম্বর ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
গ. ২৬ মার্চ ১৯৭২
ঘ. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
০৬. রাষ্ট্রপতি কোন বিলে বিলম্ব করতে পারবেন না?
ক. অর্থ বিল
খ. সংবিধান সংশোধন বিল
গ. অধ্যাদেশ বিল
ঘ. নিয়োগ সংক্রান্ত বিল
০৭. ভোটার সংখ্যায় জাতীয় সংসদে ক্ষুদ্রতম আসন কোনটি?
ক. ভোলা-১
খ. পঞ্চগড়-১
গ. পাবনা-২
ঘ. শরীয়তপুর-২
০৮.সংসদ অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করার ক্ষমতা কার?
ক. রাষ্ট্রপতির
খ. প্রধানমন্ত্রীর
গ. স্পিকার
ঘ. চিফ হুইফ
০৯. জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি?
ক. পঞ্চগড়
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. খাগড়াছড়ি
১০.জাতীয় সংসদে প্রথম স্পিকার কে?
ক. মোহাম্মদ উল্লাহ
খ. শাহ্ আব্দুল হামিদ
গ. এ্যাডভোকেট আব্দুল হামিদ
ঘ. শিরিন শারমিন চৌধুরী
১১. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে?
ক. রাষ্ট্রপতি
খ. রাজনৈতিক দল
গ. প্রধান বিচারপতি
ঘ. নির্বাচন কমিশন
১২. রাষ্ট্রপতিকে বর্তমানে শপথবাক্য পাঠ করান কে?
ক. প্রধান বিচারপতি
খ. প্রধানমন্ত্রী
গ. স্পিকার
ঘ. প্রধান নির্বাচন কমিশনার
১৩. জাতীয় সংসদে কোরাম গঠিত হয় কতজন সদস্য নিয়ে?
ক. ৭০ জনে
খ. ৬০ জনে
গ. ৮০ জন
ঘ. ৯০ জন
১৪. কোন জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না?
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
১৫. আইনসভার সভাপতি কে?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. স্পিকার
১৬. জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার কে?
ক. শিরীন শারমিন চৌধুরী
খ. শাহ মোহাম্মদ হামিদ
গ. শাহ আব্দুল হামিদ
ঘ. মাওলানা আবদুর রশীদ তর্কবাগিশ
১৭.বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা আছে কার?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. রাষ্ট্রপতি
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১৮. রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগপত্র পেশ করবেন?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পিকার
গ. প্রধান বিচারপতি
ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১৯.জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই-আই-কান কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. যুক্তরাজ্য
গ. এস্তোনিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
২০.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত?
ক. ১৮ বছর
খ. ২৫ বছর
গ. ২০ বছর
ঘ. ৩৫ বছর
উত্তর: ১.খ.২.গ.৩.খ.৪.ঘ.৫.খ.৬.ক.৭.ঘ.৮.ক.৯.খ.১০.ক. ১১.ক.১২.গ.১৩.খ.১৪.খ.১৫.ঘ. ১৬. ক.১৭.গ.১৮.খ.১৯.ঘ.২০.খ.