*** নতুন উপজেলা গঠনের জন্য ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
উত্তরঃ পৌরসভা থাকলে ৭টি এবং পৌরসভা না থাকলে ৮টি ইউনিয়ন।
*** নতুন উপজেলা গঠনের জন্য আয়তন কত হতে হবে?
উত্তরঃ ন্যূনতম ৩০০ বর্গ কি. মি.।
*** বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুট কতটি?
উত্তরঃ ৭টি।
*** বাংলাদেশে প্রথম LEED প্লাটিনাম সনদ পাওয়া প্রথম পোশাক কারখানা কোনটি?
উত্তরঃ ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড; ঈশ্বরদী ইপিজেড।
*** NSSS -এর পূর্ণরূপ কি?
উত্তরঃ National Social Security Strategy
*** যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তরঃ ৩০ মার্চ ২০১৫।
*** ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করেন?
উত্তরঃ ১১ জন।