১. প্রশ্ন : বাংলা একাডেমি আয়োজিত প্রথম মেলা কেমন ছিল?
উত্তর : বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রি করা।
২. প্রশ্ন : বাংলা একাডেমি আয়োজিত মেলার পাশাপাশি আর কারা উদ্যোগ নেয়?
উত্তর : মুক্তধারা, স্ট্যান্ডার্ড পাবলিশার্স ও তাদের দেখাদেখি আরো কেউ কেউ বাংলা একাডেমির মাঠে নিজেদের বই বিক্রির উদ্যোগ নেয়।
৩. প্রশ্ন : মেলার বাইরের বই বিক্রেতারা মেলার সঙ্গে কবে যুক্ত হন?
উত্তর : ১৯৭৮ সালে।
৪. প্রশ্ন : বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন কে?
উত্তর : বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী।
৫. প্রশ্ন : বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি কবে যুক্ত হয়?
উত্তর : ১৯৭৯ সালে।
৬. প্রশ্ন : ১৯৭৯ সালে মেলা কত দিনব্যাপী ছিল?
উত্তর : ৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
৭. প্রশ্ন : কত সালে বইমেলার মেয়াদ ২১ দিনের পরিবর্তে ১৪ দিন করা হয়?
উত্তর : ১৯৮১ সালে।
৮. প্রশ্ন : মেলার মেয়াদ আবার ২১ দিন করা হয় কবে?
উত্তর : ১৯৮২ সালে।
৯. প্রশ্ন : কবে প্রথম অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করা হয়?
উত্তর : ১৯৮৩ সালে।
১০. প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলার উদ্যোক্তা কে?
উত্তর : বাংলা একাডেমি।
১১. প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলার সহযোগিতায় ছিল কারা?
উত্তর : জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।
১২. প্রশ্ন : কে অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেন?
উত্তর : বাংলা একাডেমির মহাপরিচালক কাজী মনজুরে মওলা।
১৩. প্রশ্ন : ‘অমর একুশে গ্রন্থমেলা’ নামকরণের কারণ কী?
উত্তর : ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের করুণ স্মৃতিকে অম্লান করে রাখতেই এ নামকরণ করা হয়।
১৪. প্রশ্ন : কত সালে মেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়?
উত্তর : ২০১৪ সালে।
১৫. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার আসর বসে কবে?
উত্তর : ১৮০২ সালে।
১৬. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার আসর বসে কোথায়?
উত্তর : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে।
১৭. প্রশ্ন : বিশ্বে প্রথম বইমেলার উদ্যোক্তা কে?
উত্তর : ম্যাথু কেরি।
১৮. প্রশ্ন : জার্মানির ফ্রাংকফুটের বৃহৎ বইমেলা কবে শুরু হয়?
উত্তর : ১৯৪৯ সালে।
১৯. প্রশ্ন : ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বইমেলা কত সালে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯৭৬ সালে।
২০. প্রশ্ন : কলকাতা বইমেলা কবে থেকে আন্তর্জাতিক বইমেলার স্বীকৃতি অর্জন করে?
উত্তর : ১৯৮৪ সাল থেকে।