01. বাংলাদেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎকেন্দ্র – কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র (কক্সবাজার)।
02. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন মৃত্যুবরণ করেন – ১০ নভেম্বর ২০১৪।
03. দেশের প্রথম ওয়াইফাই নগরী হচ্ছে – সিলেট।
04. প্রথম বাংলাদেশী বংশোদ্ভুত হিসেবে যুক্তরাষ্টে কাউন্সিলর নির্বাচিত হন – তাহসিনা আহমেদ।
05. পদ্মাসেতুর নদী শাসন করবে – চায়না সিনোহাইড্রো করপোরেশন।
06. বর্তমানে বাংলাদেশ ওষুধ রপ্তানি করে – ১০৭ টি দেশে।
07. আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে – ৮ম।
08. স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা – ব্যারিস্টার এম.আমীর উল ইসলাম।
09. সার্ক ব্যাংক গঠনের প্রস্তাবক দেশ – ভারত।
10. সার্কের বর্তমান প্রেসিডেন্ট – সুশীল কৈরালা (নেপাল)।
11. ১৮তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় – ২৬ ও ২৭ নভেম্বর, কাঠমান্ডু, নেপাল।
12. ভারতের প্রতিরক্ষা মন্ত্রী – মনোহর পরিকর।
13. ২০১৬ সালে জি-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – চীনে।
14. যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবনের নাম – ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টর।
15. লিঙ্গবৈষম্য দূরীকরণে বাংলাদেশের অবস্থান – ৬৮তম।
16. সবচেয়ে কম জন্মহারের দেশ – বুগেরিয়াও মলদোভা।
17. সর্বাধিক জন্মহারের দেশ – ওমান।
18. ২০১৪ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার – মিচেল জনসন (অস্ট্রেলিয়া)।
19. তুলা উৎপাদনে শীর্ষ দেশ – চীন।
20. বিদেশে বিনিয়োগকারী প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান – যমুনা লিমিটেড।